কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ যুগোপযোগীকরণ, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৬৯ খ্রিঃ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন উক্ত প্র্রতিষ্ঠানটি প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ভোকেশনাল ট্রেনিং ইনিস্টিটিউট নামে প্রতিষ্ঠা লাভ করলেও সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষাকে সম্পৃক্ত করার লক্ষ্যে ১৯৯৫ সাল হতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এ রূপান্তরিত করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে এইচএসসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল) কোর্স-এর চারটি ট্রেডে দুটি শিফটে এবং জেএসসি (ভোকেশনাল)- এ হাতে কলমে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে বিগত কিছু বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু থাকলেও বর্তমানে তা বন্ধ আছে। এছাড়া বর্তমানে এখনে ৫টি পেশার সর্টকোর্স চালু করা হয়েছে।
সরকারি এ প্রতিষ্ঠানটি ব্রাহ্মণাড়িয়া জেলা সদরের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পশ্চিম পাইকপাড়াস্থ খৈয়াসারে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস